Header Ads

কিভাবে খুব সহজে একটা ইউটিউব চ্যানেল খুলবেন ?

আমি  ইউটিউব নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমার এই টিউটোরিয়াল গুলো শুধু মাত্র তাদের জন্য যারা ইউটিউবে একদমই নতুন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান।আমি আপনাদের দেখাবো কিভাবে একটু কষ্ট করে খুব সহজে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়।
ইউটিউব এ কাজ শুরু করার পূর্বে জেনে নেই কি ভাবে ইউটিউব থেকে ইনকাম হয় এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে।ইউটিউব এ কাজ করার জন্য সর্ব প্রথম যে জিনিসটা প্রযোজন সেটা হলো একটা ইউটিউব চ্যানেল । প্রথমে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে খুলার পর চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। মনিটাইজেশন অন করার জন্যে লাগবে একটা গুগল হোস্টেট এডসেন্স একাউন্ট। এডসেন্স একাউন্টে চ্যানেল এড করার পর গুগল আপনার চ্যানেলে এড সো করাবে, তার পর মানুষ যখন আপনার ভিডিও দেখবে তখন তাদের সামনে গুগলের এড সো হবে যদি কেউ সেই এড এ ক্লিক করে তাহলে গুগল আপনাকে নির্দিষ্ট পরিমান কিছু ডলার দেবে মানুষ যত বেশি আপনার ভিডিও দেখবে এবং এড এ ক্লিক করবে আপনার তত বেশি পরিমান টাকা ইনকাম হবে সেই জন্য আপনাকে মান সম্পন্য ভিডিও তৈরী করতে হবে যেন মানুষ তা বেশি বেশি দেখে।আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখানোর চেষ্টা করবো।
  • কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় ।
  • কিভাবে ইউটিউব চ্যানেল কাষ্টমাইজ করতে হয় ।
  • কিভাবে ইউটিউব এ ভিডিও আপলোড করতে হয় ।
  • কিভাবে ট্যাগ,টাইটেল,ডিসক্রিপশন লিখতে হয়
  • কিভাবে ভিডিও এস ই ও করতে হয় ।
  • কিভাবে গুগল এডসেন্স একাউন্ট তৈরী করতে হয় ।
  • কিভাবে  এডসেন্স একাউন্টের সাথে ইউটিউব চ্যানেল এড করতে হয় ।


No comments

Powered by Blogger.